ভারত এশিয়ার সেরা দল। এতে কোনোই সন্দেহ নেই। কিন্তু সেরা হলেই আপনি অন্যদের ছোট করবেন? রবিচন্দ্রন অশ্বিন বোধ হয় ক্রিকেটীয় শিষ্টাচার বলে যে কিছু আছে, সেটিই ভুলে গেছেন। ভারতের সাবেক অফস্পিনার এশিয়া কাপ নিয়ে খোলামেলা আলোচনা করতে গিয়ে বাংলাদেশকে চরম কটাক্ষ করেছেন। ভারত যে কত বড় দল, সেই প্রসঙ্গ টানতে গিয়েই অশোভন অনেক কথা বলেছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, এশিয়া কাপ টুর্নামেন্টটিতে গভীরতা ও প্রতিযোগিতা দুটোরই অভাব আছে। এই টুর্নামেন্টকে প্রতিযোগিতামূলক করতে দক্ষিণ আফ্রিকার মতো দলকে অন্তর্ভুক্ত করা কিংবা ভারতের দুটো দলকে খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি। অশ্বিন বলেন, ‘এটাকে প্রতিযোগিতামূলক করতে চাইলে দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করে আফ্রো-এশিয়া কাপ করা যেতে পারে। আর এখনকার মতো থাকলে অন্তত একটা ভারত ‘এ’ দলকেও নামানো উচিত, তাহলেই হয়তো একটু প্রতিদ্বন্দ্বিতা হবে।’ সংযুক্ত...