ফ্রান্সের রাজধানী প্যারিস এবং আশেপাশের শহরতলীর অন্তত নয়টি মসজিদের বাইরে শূকরের কাটা মাথা পাওয়া গেছে। এর মধ্যে অন্তত পাঁচটি মাথায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নাম লেখা ছিল। উসকানিমূলক এ কাজের পেছনে কে বা কারা জড়িত, এখন পর্যন্ত তা বের করতে পারেনি কর্তৃপক্ষ। তবে, ফ্রান্সের মুসলিম জনগণের প্রতি সমর্থনের পাশাপাশি নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে তারা। খবর সিএনএনের। প্রতিবেদন অনুযায়ী, ঘটনার পরপরই তদন্তে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী। প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ জানিয়েছেন, ফ্রান্সকে অস্থির করার জন্য ‘বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা’ উড়িয়ে দিতে পারছেন না তিনি। কারণ, এই মুহূর্তে চরম আর্থিক ও রাজনৈতিক সংকটের মুখে আছে ফ্রান্স। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলউ সাংবাদিকদের বলেছেন, আমি চাই আমাদের মুসলিম স্বদেশীরা শান্তিতে তাদের বিশ্বাস পালন করতে সক্ষম হোক। উল্লেখ্য, ইউরোপের সবচেয়ে বেশি ইসলাম ধর্মাবলম্বীর বসবাস ফ্রান্সে। ৬০ লাখেরও বেশি...