সিনেমা আর কল্পকাহিনার ভেতর আমরা প্রায়ই দেখি, বিশাল কোনো প্রাণী মুহূর্তেই মানুষকে গিলে ফেলছে। ভয়, উত্তেজনা, থ্রিল— সবই থাকে একসঙ্গে। কিন্তু কি জানেন, এসব কেবল সিনেমার গল্প নয়? বাস্তব পৃথিবীতেও এমন কিছু প্রাণী আছে যারা পূর্ণবয়স্ক মানুষকে গিলে ফেলার ক্ষমতা রাখে।অবশ্য, এমন ঘটনা খুবই বিরল। তবে বিভিন্ন দেশে ইতিহাস ও দস্তাবেজে এমন দুর্ঘটনার খবর মিলেছে। কেউ কখনো অজান্তে বা ভুলবশত এই বিপজ্জনক প্রাণীর মুখোমুখি হলে পরিস্থিতি কল্পনার বাইরে চলে যেতে পারে। তাই বন্যপ্রাণীর সঙ্গে সরাসরি সংস্পর্শে যাওয়া বিপজ্জনক, আর দূরত্ব বজায় রাখা খুব জরুরি।চলুন জেনে নেওয়া যাক এমন ছয়টি প্রাণী সম্পর্কে, যারা শারীরিক সক্ষমতা ও আকারের কারণে একজন মানুষকে পুরোপুরি গিলে ফেলার ক্ষমতা রাখে। যদিও অধিকাংশ ক্ষেত্রেই মানুষের ওপর আক্রমণ বিরল, তবে সতর্ক থাকা সর্বদা জরুরি।১. স্পার্ম হোয়েলডিম কীভাবে খেলে...