এ বছরের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত–পাকিস্তান ম্যাচ হয়েছিল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ২৫ হাজারটিকিট বিক্রি হতে সময় লেগেছিল মাত্র এক ঘণ্টা। সেই দুবাই স্টেডিয়ামেই এশিয়া কাপে ভারত–পাকিস্তান মুখোমুখি হবে আগামী রোববার। অথচ এবার আর সেই চাহিদা নাকি নেই। এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর টিকিটের অস্বাভাবিক দাম আর বাধ্যতামূলক প্যাকেজের কারণে দর্শকদের আগ্রহ কমে গেছে। ভায়াগোগো ও প্লাটিনামলিস্টের মতো প্ল্যাটফর্মে সবচেয়ে দামি টিকিট ভিআইপি স্যুইটস ইস্টে দুই সিটের দাম ২,৫৭,৮১৫ রুপি। এর মধ্যে করিডর আসন, খাওয়াদাওয়া, ভিআইপি লাউঞ্জে প্রবেশাধিকার ও ব্যক্তিগত সুবিধা অন্তর্ভুক্ত আছে। রয়্যাল বক্সের দাম ২,৩০,৭০০ রুপি, স্কাই বক্স ইস্টের দাম ১,৬৭,৮৫১ রুপি আর মাঝারি দামের টিকিট, যেমন প্লাটিনাম ৭৫,৬৫৯ রুপি, গ্র্যান্ড লাউঞ্জ ৪১,১৫৩ রুপি ও...