কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) আমন্ত্রণে কুয়েত সফরে যাচ্ছেন বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। সে সময় কুয়েতে আগত ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করতে যাচ্ছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। আগামী ১৭ সেপ্টেম্বর বিকেলে দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।এ জন্য বাংলাদেশ থেকে যাওয়া ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণে ইচ্ছুক কুয়েতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নাম, সিভিল আইডি নম্বর ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ইমেইলের ([email protected]) মাধ্যমে নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।বিষয়টি সম্পর্কে সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন বলেন, এ বৈঠকের মাধ্যমে কুয়েতের বাজারে বাংলাদেশের বিভিন্ন পণ্য সম্প্রসারণ, কুয়েতে অবস্থিত বিভিন্ন দেশের...