নেপালে জেন-জিদের আন্দোলনের প্রথম দুদিনে রাজধানী কাঠমান্ডুর রাস্তায় স্লোগানে মুখর হয়ে উঠল ‘রাজা ফিরবেনই’।গণতন্ত্রের বিশৃঙ্খলার মাঝে এক যুগ আগের প্রতিধ্বনি আবারও ভেসে উঠল রাজধানীর আকাশে, যেখানে হাজারো মানুষ সাবেক নেপাল রাজ্যের পতাকার নিচে সমবেত হয়েছেন। বাকস্বাধীনতার ওপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে উদ্ভূত অধিক গণতান্ত্রিক অধিকারের দাবির এই আন্দোলনে রাজতন্ত্রের পক্ষে স্লোগান কিছুটা ব্যঙ্গাত্মক মনে হলেও, এটি আসলে ব্যর্থ গণতন্ত্রের প্রতি আস্থাহীনতা, থমকে যাওয়া অর্থনীতি এবং নির্বাচিত সরকারগুলোর পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে না পারার প্রতি হতাশার বহিঃপ্রকাশ।হিমালয়ের হিন্দু রাজ্যটানা দুই বছর আন্দোলনের পর ২০০৮ সালে নেপালের ২৪০ বছরের পুরোনো শাহ রাজবংশের শাসনের অবসান ঘটে। তবে নেপালের রাজতন্ত্রের কাহিনি শুরু হয়েছিল তার করুণ পতনের অনেক আগেই। শাহ রাজবংশের সূচনা ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে, যখন দ্রব্য শাহ নামের এক রাজপুত-বংশোদ্ভূত ব্যক্তি ১৫৫৯ সালে গোরখার...