বাংলাদেশের অর্থনীতিকে যদি একটি চলমান রথের সঙ্গে তুলনা করা হয়, তবে ক্ষুদ্র উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত সেই রথের অদৃশ্য কিন্তু অপরিহার্য চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনীতি আজ একইসাথে জটিল ও গতিশীল সময় অতিক্রম করছে। একদিকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির স্বপ্ন, টেকসই উন্নয়নের স্বপ্ন, অন্যদিকে বৈশ্বিক অস্থিরতা, মুদ্রাস্ফীতি, রফতানি সংকট সবকিছু মিলিয়ে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটে অর্থনীতিকে প্রাণবন্ত রাখার সবচেয়ে কার্যকর খাত হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা ও এসএমই খাত। ক্ষুদ্র উদ্যোক্তা বলতে বোঝায় এমন উদ্যোক্তা বা ব্যবসায়ী, যিনি সীমিত মূলধন ও স্বল্প কর্মী নিয়ে ব্যবসা শুরু করেন এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে পণ্য বা সেবা উৎপাদন করেন। এসএমই খাত মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বোঝায়, যেখানে ব্যবসার পরিধি তুলনামূলক বড় হলেও সেটি এখনও স্থানীয় বা আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকে। বাংলাদেশ...