সময়টা খুবই অসহনীয় হয়ে পড়ছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা দম্পতির। একটার পর একটা বিপদ যেন পিছু ছাড়ছে না তাদের। সেই ধারাবাহিকতায় আবারও বড় বিপদের মুখে পড়লেন তারা। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮১ কোটি টাকা আর্থিক প্রতারণার মামলায় অর্থনৈতিক অপরাধ দমন শাখা সমন পাঠিয়েছে এই দম্পতিকে। বুধবার ( ১০ সেপ্টেম্বর) তাদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু রাজ কুন্দ্রা সময় চাইলে ইওডব্লিউ নতুন করে আগেরদিন ৯ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য ডাক দিয়েছে। ওই দিনই ছিল রাজ কুন্দ্রার ৫০তম জন্মদিন। তবে জন্মদিনের আনন্দের বদলে তার জুটেছে পুলিশি জেরার চাপ।ঋণখেলাপির অভিযোগে এই দম্পতির বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করা হয়েছে। এর ফলে তারা এখন যেকোনো প্রয়োজনে দেশ ছাড়তে পারবেন না। অর্থনৈতিক অপরাধ দমন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, রাজ ও শিল্পা যাতে...