২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। টানা জয়ের ধারায় থাকা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এই হার হজম করা বেশ কঠিন হওয়ার কথা। কিন্তু ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি শান্তভাবে পরিস্থিতি বিশ্লেষণ করলেন। তিনি স্বীকার করে নিলেন, প্রতিপক্ষ ভালো খেলেছে এবং সবসময় জয় পাওয়া যায় না। ‘আমরা সৌভাগ্যবান যে নিয়মিত জিততে অভ্যস্ত। তবে সবসময় আপনার দিন আসে না,’ — মন্তব্য করেন স্কালোনি। ম্যাচ নিয়ে নিজের বিশ্লেষণে স্কালোনি বলেন, ‘প্রতিপক্ষ যখন খেলবে তখন কখনও আপনাকে কষ্ট পেতেই হবে। ১০ জনে নেমে যাওয়ার পর আমরা ভুগেছি। খেলাটা জটিল হয়েছিল, তবে আমরা সবসময় খেলায় ছিলাম। দ্বিতীয়ার্ধটা আমাদের হলেও আরও কিছু করা যেত। ’ তিনি স্বীকার করেন, নিকোলাস ওতামেন্দির লাল কার্ড তার পরিকল্পনা নষ্ট করেছে, ‘আমরা নতুন কিছু খেলোয়াড়কে...