নেপালের উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে ইতোমধ্যে সে দেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশসহ একাধিক রাজ্যের সঙ্গে নেপালের সীমান্ত লাগোয়া অঞ্চলে পুলিশ ও সেনা কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে উত্তরবঙ্গ সফরকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক করেছেন। আলোচনায় জোর দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থার ওপর। তার নির্দেশে ভারত-নেপাল সীমান্তে সীমা সুরক্ষা বলয়ের কর্মকর্তা যোগেশ কুমার সিংহের সঙ্গে ইতোমধ্যে বৈঠক করেছেন উত্তরবঙ্গে আইজি রাজেশকুমার যাদব ও দার্জিলিঙের পুলিশ সুপার...