নেপালের অভিজ্ঞ কমিউনিস্ট নেতা কেপি শর্মা ওলি টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফিরেছিলেন মাত্র এক বছর আগে। দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থিতিশীলতা আনার অঙ্গীকার করেছিলেন তিনি। কিন্তু রক্তক্ষয়ী বিক্ষোভ, দুর্নীতির অভিযোগ ও কর্তৃত্ববাদী শাসনের সমালোচনার মধ্যে মঙ্গলবার আকস্মিক পদত্যাগ করতে হলো তাকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এই পদত্যাগ আধুনিক নেপালের রাজনৈতিক অস্থিরতার প্রতিচ্ছবি। গত দুই দশকে বহু উত্থান-পতনের সাক্ষী দেশটিতে ওলি ছিলেন রাজনৈতিক নাটকের অন্যতম প্রধান চরিত্র—একজন কিশোর বিপ্লবী থেকে চারবারের প্রধানমন্ত্রী। কাঠমান্ডুতে সোমবারের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৯ জন নিহত হন। এর পরদিনই পদত্যাগপত্র জমা দেন ওলি। বিক্ষোভকারীরা আনন্দ প্রকাশ করতে গিয়ে তার ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয়। টেলিভিশনে দেখা গেছে, জনতা তার বাসভবনে ঢুকে জানালা ভাঙচুর করছে, আসবাবপত্র ভেঙে ফেলছে, আর নিরাপত্তা...