সরকারবিরোধী আন্দোলনের জেরে দু’দিন বন্ধ থাকার পর নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) পুনরায় চালু করা হয়েছে। দেশটির প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দর বুধবার চালু হয়েছে বলে জানিয়েছে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দেশটির সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কাঠমান্ডু উপত্যকায় জটিল পরিস্থিতির কারণে দুই দিন বন্ধ থাকার পর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হয়েছে। গত সপ্তাহে নেপালের ক্ষমতাসীন সরকার ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সরকার নির্ধারিত সময়ে দেশটির কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় এসব সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার নেপালে হাজার হাজার বিক্ষোভকারী আন্দোলন শুরু করেন। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২০ জন নিহত ও আরও শত শত মানুষ আহত হন। সহিংসতা চরমে...