পোল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, আজ বুধবার ভোরে তারা রাশিয়ার ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনগুলো ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে। ন্যাটো সদস্য কোনো দেশ এ প্রথম এভাবে রাশিয়ার ড্রোন নামাল। রুশ ড্রোনের পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের এ ঘটনাকে ইউরোপ ও ন্যাটো বাহিনীর জন্য বড় ধরনের উসকানি হিসেবে দেখা হচ্ছে। ‘এটি একটি আগ্রাসী পদক্ষেপ; যা আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য বাস্তব হুমকি তৈরি করেছে’, আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে পোল্যান্ডের অপারেশন কমান্ড। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, ন্যাটোর কোনো সদস্যদেশের আকাশসীমায় রুশ ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা এটাই প্রথম। তিনি জানান, ‘বিপুলসংখ্যক’ ড্রোন পোল্যান্ডে ঢুকেছিল। জাতীয় নিরাপত্তা ব্যুরোর জরুরি বৈঠকের পর পোলিশ টেলিভিশনে ডোনাল্ড টাস্ক বলেন, ‘আমরা সম্ভবত বড় পরিসরের উসকানির মুখে পড়েছি। পরিস্থিতি গুরুতর এবং দেশ এ ধরনের...