বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতির লক্ষ্যে রাজধানীর পূর্বাচলে শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী। সেমস-গ্লোবাল ইউএসএ-এর আয়োজনে শুরু হওয়া এই আয়োজনে অংশ নিচ্ছে বিশ্বের ৩০টিরও বেশি দেশের প্রায় দেড় হাজার প্রতিষ্ঠান। ‘২৪তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স বাংলাদেশ ২০২৫’–এর অংশ হিসেবে তিনটি বৃহৎ প্রদর্শনী চলছে—টেক্সটেক বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো, ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো (সামার এডিশন) এবং ৪৮তম ডাই-কেম বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শনীর উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান। সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক শহিদুল ইসলাম, বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলাম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (যুগ্ম...