ভারতীয় মথ ডালে ক্ষতিকর কেমিক্যাল, দেশে বিক্রি হচ্ছে মুগ ডাল হিসেবে NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। রাজশাহী:ভারত থেকে আমদানি করা মথ ডালে মেশানো হচ্ছে ক্ষতিকর রং ও কেমিক্যাল—এমন চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন দেশের বিভিন্ন স্থলবন্দরে কর্মরত কোয়ারেন্টাইন বিভাগের উপ-পরিচালকগণ। এই ডাল মুগ ডাল নামে দেশের বাজারে বিক্রি করছে অসাধু আমদানিকারক ও ব্যবসায়ী চক্র। এতে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ এবং দেশের নিম্ন আয়ের জনগণ পড়ছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে।রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল ইসলাম এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবু তালেব জানান, ল্যাব রিপোর্ট অনুযায়ী আমদানি করা মথ ডালে ক্ষতিকর রং ও কেমিক্যাল মেশানো হয়েছে। এই ডাল খেলে হজম শক্তি কমে যাওয়া, পেটের ফাঁপা, বদহজম এবং লিভার সিরোসিস পর্যন্ত হতে পারে।...