১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম নেপালের অশান্তিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫, আহত ৬০০-র বেশি। বুধবার এমনটাই জানিয়েছে কাঠমান্ডুর স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে, শাসনভার হাতে নেওয়ার পরেই নেপাল জুড়ে ধরপাকড় শুরু করল সে দেশের সেনাবাহিনী। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ১০ পর্যন্ত হিংসা, লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৭ জনকে গ্রেফতার করল সেনা। মঙ্গলবার থেকেই নেপালের বিভিন্ন জেল থেকে পালানো শুরু করেছেন বন্দিরা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ছবিও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ভারতে ঢোকার চেষ্টা করেন জেলপালানো বন্দিরা। তবে সশস্ত্র সীমান্ত বল (এসএসবি) সেই চেষ্টা রুখে দেয়। প্রধানমন্ত্রী ওলির ইস্তফার পর বর্তমানে নেপালের দায়িত্বে সেনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ করেছে তারা। নেপাল সরকারের প্রধান সচিবালয় ভবন নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। দেশে লুটপাট চালালে,...