নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মদনপুর এলাকায় ফার্ম হাউসের একটি পুকুরে সাঁতার কাটতে গিয়ে মশসুদ মঞ্জুর বর্ষ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বর্ষ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা যায়, বর্ষ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শেখ মঞ্জুর বারির ছেলে। তিনি মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহতের বন্ধু বর্ণিল সপ্তর্ষি বলেন, ‘আজ সকালবেলা ছয়-সাতজন মিলে নারায়ণগঞ্জে বেড়াতে যাই আমরা। দুপুরের দিকে ফার্ম হাউসের পুকুরে সাঁতার কাটতে গিয়ে বর্ষ পানিতে ডুবে অচেতন হয়ে পড়ে বর্ষ।...