দীর্ঘদিন ধরে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে অবশেষে বড় পদক্ষেপ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্লো ও লো উইকেটের কারণে বারবার সমালোচিত হওয়া শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভাকে সরিয়ে দেওয়া হয়েছে মিরপুর থেকে। ২০১০ সাল থেকে বিসিবির প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন গামিনি। প্রায় দেড় দশক ধরে তার হাতেই ছিল মিরপুরের উইকেট তৈরির দায়িত্ব। তবে পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টি–টোয়েন্টি সিরিজে মানহীন পিচ বানিয়ে নতুন করে বিতর্কের মুখে পড়েন তিনি। পাকিস্তানের অধিনায়ক ও কোচ প্রকাশ্যে অভিযোগ তোলেন উইকেটের মান নিয়ে। সেই সমালোচনা এবার সহ্য করতে চায়নি বিসিবি।আরো পড়ুন:বিসিবি নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠনফের আলোচনায় বিসিবি নির্বাচন, গানম্যান চাইলেন সভাপতি ফের আলোচনায় বিসিবি নির্বাচন, গানম্যান চাইলেন সভাপতি ফলে দীর্ঘ ১৫ বছরের দায়িত্ব শেষে গামিনিকে বদলি...