যুক্তরাষ্ট্র যেখানে মানুষের লেভেলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তৈরি করতে গিয়ে নিজেদেরই তৈরি করা এক অর্থনৈতিক সংকটের দিকে মাথা গুঁজে ছুটছে ঠিক সে সময় ভিন্ন এক লক্ষ্যকে সামনে রেখে এগোচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। গত সপ্তাহে চীনের রাষ্ট্রীয় কাউন্সিল তাদের দশ বছরের এক পরিকল্পনা প্রকাশ করেছে, যার লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে দেশের অর্থনীতির প্রতিটি খাতে এআইকে পুরোপুরিভাবে একীভূত করা। ‘এআইপ্লাস’ নামের উচ্চাভিলাষী এ পরিকল্পনায় বলা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে গড়ে তোলা হবে। উদ্যোগটির রূপান্তরকে বিশেষজ্ঞরা তুলনা করছেন ইন্টারনেট যুগের মাধ্যমে আসা আমূল পরিবর্তনের সঙ্গে। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে লিখেছে, এরইমধ্যে দেশের বৃহৎ পরিসরের অবকাঠামোতে এআইয়ের বাস্তব ব্যবহার শুরু করে দিয়েছে চীন। উৎপাদন খাত থেকে শুরু করে আবহাওয়া পূর্বাভাস ও চীনে তৈরি...