১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় জেলে ট্রলারে ডাকাতির প্রস্তুতি কালে রুবেল (৩৩) নামের এক জলদস্যু চক্রের সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বঙ্গোপসাগরের মোহনা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রলারসহ তাকে আটক করা হয়। আটককৃত ওই জলদস্যু সদস্য রুবেল কক্সবাজার এলাকার বাঁশখালী এলাকার বলে জানা গেছে। হাজারীগঞ্জ ইউনিয়নের ইউসুফ মাঝির একটি মাছ ধরা ট্রলার সাগর মোহনা থেকে দস্যুচক্র মাছ ও জালসহ কক্সবাজার এলাকার বাঁশখালী এলাকার সাগর মোহনা থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরে ওই ট্রলার দিয়ে জলদস্যুরা সাগরে থাকা বিভিন্ন ট্রলারে ডাকাতি করে আসছিলেন। পরে সাগরে থাকা জেলেরা বিষয়টি টের পেয়ে অপর জেলে ট্রলারের জেলেদের সহযোগিতায় তাদের ধাওয়া করেন। জেলেদের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা...