পারফরম্যান্স ভালো হয়নি একদমই। আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ বাছাইয়ের শেষটাও তাই সুখকর হয়নি। একুয়েডরের মাঠে হারের পর নিজেদের ব্যর্থতা মেনে নিলেন লিওনেল স্কালোনি। একই সঙ্গে দলের প্রচেষ্টার প্রশংসাও করলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ। কিটোয় বাংলাদেশ সময় বুধবার সকালে শেষ হওয়া ম্যাচে ১-০ গোলে হারে বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩১তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। প্রতিপক্ষের এনের ভালেন্সিয়াকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে নেন ভালেন্সিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে তারাও ১০ জনের দলে পরিণত হয়, তবে শেষ পর্যন্ত আগলে রাখে গোলটি। পুরো ম্যাচে গোলের জন্য একটি শটও লক্ষ্যে রাখতে না পারা আর্জেন্টিনার এই বছরে প্রথম হার এটি। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৮ ম্যাচে সব...