এশিয়া কাপ ২০২৫ শুরুর আগে এক সাধারণ সৌজন্যতা ভারতীয় ক্রিকেট মহলে বড় বিতর্কে রূপ নিয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুবাইয়ে ক্যাপ্টেন্স কনফারেন্স শেষে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে হাত মেলান। আর এই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা।ভিডিওতে দেখা যায়, পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে সৌজন্য বিনিময়ের পর সূর্যকুমার এগিয়ে গিয়ে নাকভির সঙ্গে করমর্দন করেন। মুহূর্তটিই ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে শিরোনাম হয় এবং অনলাইনে প্রবল প্রতিক্রিয়া দেখা দেয়। সমালোচকদের কেউ কেউ মন্তব্য করেছেন, ‘যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, যার দেশ আমাদের ক্ষত করেছে, তার সঙ্গে হাত মেলানো ভারতীয়দের প্রতি অসম্মান।’এমনকি নাকভি অতীতে ভারতের বিরুদ্ধে দেওয়া মন্তব্যের প্রসঙ্গও টেনে আনছেন অনেকেই। ফলে সূর্যকুমারের একটিমাত্র করমর্দন এখন ভারতীয়...