নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পাটেশ্বরী নদীতে অবৈধ বাঁধ, মাছ শিকারের জন্য ব্যবহৃত নিষিদ্ধ চায়না দুয়ারী ও মশারী জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। বুধবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খানম, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খানম জানান, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালিয়ে ৩টি অবৈধ বাঁধ, ১২০০ মিটার চায়না দুয়ারী জাল ও ৭০০ মিটার মশারী জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ১৯ শত মিটার, যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকা। অভিযান শেষে...