খুব বেশি সময় বাকি নেই টি-টোয়েন্টি বিশ্বকাপের। আগামী বছর বসবে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের বিশ্বকাপ। এখনও সূচি চূড়ান্ত করেনি আইসিসি। যদিও, প্রাথমিক একটি সময় জানা গেছে। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে পারে ২০২৬ সালের ৭ অথবা ৮ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের মূল আয়োজক ভারত হলেও শ্রীলঙ্কায়ও অনুষ্ঠিত হবে ম্যাচ। পাকিস্তান তাদের কোনো ম্যাচ ভারতে খেলবে না, যে কারণে বিকল্প ভেন্যুর ব্যবস্থা। ভারতের পাঁচটি ও শ্রীলঙ্কার দুটি ভেন্যুতে হতে পারে বিশ্বকাপের ম্যাচগুলো। পাকিস্তান ফাইনালে উঠলে সম্ভাব্য ভেন্যু হবে শ্রীলঙ্কার কলম্বোতে, তারা না উঠলে আহমেদবাদে অনুষ্ঠিত হবে ফাইনাল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল। ম্যাচ হবে ৫৫টি। যা এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। ক্রিকেট...