হামীম লেখেন, নিশ্চয়ই আল্লাহ আমার মনের খবর জানতেন, এতোটা সহিহ চিন্তাভাবনা থাকার পরও কেন তাকদিরে এই পরাজয় রেখেছিলেন জানি না। আমি চির কৃতজ্ঞ এ দলের প্রতিটি নেতাকর্মীর কাছে, আমার বিশ্ববিদ্যালয় আদর্শিক অগ্রজদের নিকট আমার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, বিশেষ করে তারেক রহমান সাহেবের কাছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের...