নেপালের রাজনৈতিক অস্থিরতায় কার্যত হোটেলবন্দি হয়ে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। জামাল ভূঁইয়া, রাকিব হোসেনসহ পুরো দল কটেজের ভেতরেই সময় কাটাচ্ছেন। কবে দেশে ফেরা সম্ভব হবে—সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাতে পারেনি কেউ। তবে মানসিক চাপের মাঝেও খেলোয়াড়রা ফিটনেস ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ৩ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল যায় বাংলাদেশ দল। প্রথম ম্যাচে স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করলেও রাজনৈতিক সহিংসতার কারণে বাতিল হয় দ্বিতীয় ম্যাচটি। এরপর থেকেই নিরাপত্তার কারণে দলটি হোটেল থেকে বের হতে পারছে না। এ অবস্থায় আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) খেলোয়াড়দের সর্বশেষ অবস্থা জানাতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। তাতে মিডফিল্ডার সোহেল রানা বলেন, ‘এখন পরিস্থিতি কিছুটা ভালো। হোটেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে, সেনাবাহিনী দায়িত্ব নিয়েছে। ঝুঁকি নেই বললেই চলে। পরিবারের সঙ্গে নিয়মিত...