জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। জাকসু নির্বাচন কমিশন সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, ভোটের দিন নিরাপত্তা ও আইনশৃঙ্খলার দায়িত্বে প্রায় এক হাজারের বেশি পুলিশ সদস্য বিভিন্ন হল ও গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন থাকবে। এ ছাড়া জাকসু নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার জন্য প্রশাসনের পক্ষ থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ও বিজিপি মোতায়েন চেয়ে ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে নির্বাচন কমিশন। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু ও হল সংসদ নির্বাচন ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, ক্যাম্পাস চত্বর শান্ত; চায়ের দোকান আর...