রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ছাত্র সংসদ ও সিনেট মিলে মোট ৩১৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। একজন ভিপিসহ বাদ পড়েছেন ৭ জন। আজ বুধবার বিকাল সাড়ে ৫টায় রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এতে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট মিলে মোট ৩১৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ২৫৫ জন কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী এবং ৬০ জন সিনেট সদস্য প্রার্থী। প্রাথমিক তালিকা অনুযায়ী ভিপি পদে ১৯ জন, জিএস পদে ১৪ জন, এজিএস পদে ১৬ প্রার্থীর নাম প্রকাশ করা হয়। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম জানান, কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটের প্রার্থিতা যাচাই-বাছাই শেষে ৭ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।...