দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র যেন নতুন করে আঁকা হচ্ছে। এক সময় যেসব সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, একের পর এক সেই সরকারগুলোকে ক্ষমতা থেকে সরিয়ে দিচ্ছে সাধারণ মানুষ। আরও নির্দিষ্ট করে বললে— এ আন্দোলনের মূল চালিকা শক্তি হয়ে উঠেছে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জেড বা জেন-জি। তাদের স্লোগান, আন্দোলন ও রাস্তায় নামা এখন আর কোনো দেশের জন্য আলাদা ঘটনা নয়; বরং এটি যেন একটি ধারাবাহিকতা তৈরি করেছে।২০২২ সালে শ্রীলঙ্কায় রাজাপাকসে সরকারের পতনের মাধ্যমে এ ধারা শুরু হয়েছিল। এরপর ২০২৪ সালে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিদায় ঘটে। সবশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিকে ক্ষমতা ছাড়তে হয়েছে। দক্ষিণ এশিয়ার তিন দেশেই একই চিত্র—অর্থনৈতিক সংকট, দুর্নীতি, স্বৈরতান্ত্রিক শাসন এবং তরুণদের অসন্তোষ মিলেমিশে বিস্ফোরণ ঘটিয়েছে। এখন প্রশ্ন হলো— এরপর...