বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ভোটাধিকারের দাবিতে প্যারিসে সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। ‘বাংলাদেশি নাগরিক পরিষদ, ফ্রান্স’-এর ব্যানারে মঙ্গলবার বাংলাদেশ দূতাবাসের সামনে এ সমাবেশ করেন তারা। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবুল খায়ের লস্কর। সাধারণ সম্পাদক ইমরান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন সংগঠনের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক ভূঁইয়া, ওবায়দুল্লাহ কয়েছ, মীর জাহান, মুহাম্মদ নূরুল ইসলাম, মনিরুল ইসলাম, রাবেয়া আক্তার সুবর্ণা, নয়ন মামুন, মুসলিম উদ্দিন, মো. আব্দুল মালিক হিমু, ফারিয়া মাহবুবা আলম, শিউলি গিয়াস, আরিফুর রহমান, জিয়া উদ্দিন চৌধুরী ও ওমর ফারুক। এছাড়া ফরাসি ভাষায় বক্তব্য দেন শুভেচ্ছা শেখ। বক্তারা অভিযোগ করেন, “গত ৫৪ বছরে কোনো সরকারই প্রবাসীদের এই মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সত্যিকারের আন্তরিকতা দেখায়নি। অথচ প্রবাসীরা রেমিট্যান্সের মাধ্যমে দেশের...