নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দীর্ঘদিনের দ্বন্দ্বের বিষয়ে তদন্ত শেষ করেছে জেলা শিক্ষা বিভাগ। বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফের বিরুদ্ধে পূর্বের প্রধান শিক্ষক গৌর চন্দ্রের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত পরিচালিত হয়। তবে, তদন্তে কি কি তথ্য জানা গেছে সে বিষয়ে প্রশ্ন করলে নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন বিষয়টি এড়িয়ে যান। বিদ্যালয়ের অভিভাবকরা বলেন, গত আট বছর ধরে এই সমস্যা চলার কারণে অনেক শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেছে। তারা চান, দুই শিক্ষকেরই যদি কোনো দোষ থাকে, তবে তাদের দুজনকেই বাদ দিয়ে নতুন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি আর না হয়। গৌর চন্দ্র অভিযোগ করেন, মাধ্যমিক শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী বর্তমান প্রধান শিক্ষক আব্দুর রউফ এই পদে থাকতে পারেন না।...