দেড় কোটি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত কররে দাবিতে ফ্রান্সে নাগরিক সমাবেশ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের সামনে বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেওয়া হয়। কর্মসূচিতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন। আয়োজক সংগঠনের সভাপতি আবুল খায়ের লস্বরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কমিউনিটি ব্যক্তিত্ব মুহাম্মদ নজরুল ইসলাম, সহ-সভাপতি গোলাম ফারুক ভূঁইয়া, পরিচালক ওবায়দুল্লাহ কয়েছ, অনলাইন একটিভিস্ট মীর জাহান, সাংবাদিক নেতা ও ইউরো বার্তা সম্পাদক মুহাম্মদ নূরুল ইসলাম, বরিশাল কমিউনিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালিক হিমু, কার্যনির্বাহী সদস্য ফারিয়া মাহবুবা আলম,...