বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার মুখোমুখি নেপাল। জেন-জি জোয়ারে ভেসে গেছে পিকে শর্মা অলির সরকার। পদত্যাগপত্র লিখে হেলিকপ্টারে পালিয়ে গেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। গণপিটুনির শিকার হয়েছেন অর্থমন্ত্রী। আতঙ্কে গা-ঢাকা দিয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের অন্যান্য মন্ত্রী-এমপিরাও। ভারতেও একইরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন শিবসেনার এমপি সঞ্জয় রউত। নরেন্দ্র মোদির সরকারও ব্যাপক দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে এখনই রাজনীতিবিদদের সতর্ক হতে অনুরোধ করেছেন তিনি। খবর ইকোনমিক টাইমসের। সঞ্জয় রউত বলেছেন, দুর্নীতি, স্বৈরাচারী শাসন, স্বজনপ্রীতি বিরুদ্ধে নেপালে যে ‘আগুনের সূত্রপাত’ হয়েছে, সেটি ভারতেও লাগতে পারে। তবে, ভারতে এখন পর্যন্ত এমন কিছু হচ্ছে না; কারণ ভারতীয়রা মহাত্মা গান্ধার অহিংসা নীতি মেনে চলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ‘শুধুমাত্র মহাত্মা গান্ধীর মতাদর্শের’ কারণে বেঁচে যাচ্ছে। শিবসেনার এ নেতা বলেন, নেপালের এই স্ফুলিঙ্গ যদি ভারতে আসে… ভারত...