শরীয়তপুর জেলা পরিষদের অভ্যন্তরীণ পুকুরে দেশীয় প্রজাতির রুই ও কাতলা মিলিয়ে সাড়ে সাত হাজার পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নজরুল ইসলামের নির্দেশনায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন ও জেলার মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাতেমা তুজ্জহুরা ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এই কার্যক্রম সম্পন্ন হয়। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, “আমাদের জেলা পরিষদের অফিস ক্যাম্পাসের সামনে ২.৫ একর আয়তনের একটি বড় পুকুর রয়েছে। আজ আমরা এখানে সাড়ে সাত হাজার রুই ও কাতলার পোনা মাছ অবমুক্ত করেছি। কারণ আমরা মাছে ভাতে বাঙালি। দেশীয় প্রজাতির মাছ আমাদের আমিষের চাহিদা পূরণ করে।” তিনি আরও বলেন,...