প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পদত্যাগের দাবি, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং পরিকল্পিত বাজেট কর্তনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে ফ্রান্সজুড়ে। বুধবার বিক্ষোভকারীরা যান চলাচল ব্যাহত করেছে, আবর্জনার পাত্র পুড়িয়েছে এবং পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দেশজুড়ে মোতায়েন করা হাজার হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য যত তাড়াতাড়ি সম্ভব সড়ক থেকে ব্লকেডগুলো অবরোধ তুলে নিয়েছে। সারা দেশে প্রায় ৩০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সংসদীয় বিরোধী দল ম্যাক্রোঁর সরকারকে পরাজিত করার জন্য একত্রিত হয়েছে। এর ফলে রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হয়েছেন প্রেসিডেন্ট। এরই মধ্যে ম্যাক্রোঁ তার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘনিষ্ঠ মিত্র সেবাস্তিয়ান লেকর্নুকে নিয়োগ দিয়েছেন। বুধবার অনেক বিক্ষোভকারী ম্যাক্রোঁর বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। সিজিটি ইউনিয়নের আরএটিপি পাবলিক ট্রান্সপোর্ট শাখার প্রতিনিধি ফ্রেড প্যারিসে এক বিক্ষোভে বলেছেন, “এটি একই রকম, এটি একই রকম, সমস্যা ম্যাক্রোঁর, মন্ত্রীদের নয়। তাকে...