১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পিএম ভারতে এখন আলোচনার কেন্দ্রে রয়েছে দু'টো প্রশ্ন। সেগুলো হচ্ছে, টানাপোড়েনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে কি চেনা ছন্দ ফিরছে? দুই দেশের মধ্যে বরফ কি শেষপর্যন্ত গলতে শুরু করেছে? আর এর পেছনে রয়েছে সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিকতম পোস্ট এবং তারপর মোদীর জবাব। ঘটনার শুরু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে তার সাম্প্রতিক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'খুব ভাল' বন্ধু বলে সম্বোধন করে জানিয়েছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনা চলছে এবং ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা নিয়ে অত্যন্ত আশাবাদী তিনি। জবাব দিতে দেরি করেননি নরেন্দ্র মোদীও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "ভারত ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার।" প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে...