নেপালে জেন জি আন্দোলন ঘিরে ক্রমবর্ধমান অস্থিরতা ঠেকাতে সেনাবাহিনী দেশব্যাপী বিশেষ নিষেধাজ্ঞা (জরুরি প্রয়োজন ছাড়া জনসমাগম ও চলাফেরা সীমিত করা) ও কারফিউ জারি করেছে। বুধবার সেনাবাহিনীর জনসংযোগ ও তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকাল ৫টা পর্যন্ত সব ধরনের বিশেষ নিষেধাজ্ঞা জারি থাকবে। এরপর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারাদেশে কারফিউ কার্যকর হবে। পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সেনাবাহিনী এখন পর্যন্ত শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার জন্য নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, আন্দোলনে প্রাণহানি ও সম্পদ ক্ষতির ঘটনায় তারা গভীর দুঃখ প্রকাশ করছে। সেনাবাহিনীর অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে অরাজক উপাদান ঢুকে পড়েছে। তারা অগ্নিসংযোগ, লুটপাট, সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর, লক্ষ্যভিত্তিক হামলা এমনকি যৌন নিপীড়নের চেষ্টার মতো অপরাধে জড়িত। সেনাবাহিনী স্পষ্ট জানায়, এসব কর্মকাণ্ড...