নেপালে দুর্নীতি, স্বজনপ্রীতি ও সরকারের দমননীতির বিরুদ্ধে সাধারণ মানুষের অভ্যুত্থানে দেশজুড়ে অস্থিরতা দেখা দিয়েছে। এই ঘটনায় ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও একাধিক রাজনৈতিক নেতা। এবার ভারতের ব্যাপারেও একই সতর্কবার্তা দিলেন শিবসেনা নেতা ও সংসদ সদস্য সঞ্জয় রাউত। তিনি বলেছেন, ভারতের রাজনীতিবিদরা যদি এখনই নিজেদের না সামলায়, তবে নেপালের মতো পরিস্থিতি এ দেশেও দেখা দিতে পারে। সঞ্জয় রাউতের দাবি, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারও গভীরভাবে দুর্নীতিগ্রস্ত। স্বৈরশাসন, দুর্নীতি আর স্বজনপ্রীতির যে আগুন নেপালে জ্বলছে, সেটি ভারতে ছড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি। তবে তার মতে, ভারত এখনো সেই পরিস্থিতিতে যায়নি কেবল মহাত্মা গান্ধীর অহিংস নীতির কারণে। তিনি বলেন, ভারত বেঁচে আছে শুধু এই কারণে যে মহাত্মা গান্ধী এই মাটিতে জন্মেছিলেন। মানুষ আজও তাকে বিশ্বাস করে, সেই...