‘সাওয়ার লুন’ খ্যাত জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। বাঙালি এই তারকা অভিনয় করেও প্রশংসা পেয়েছেন। এবার তিনি আলোচনায় এসেছেন সংসার ভাঙার গুঞ্জনে। তার স্বামী মাইক রিচটার থেকে বিচ্ছেদ নিতে যাচ্ছেন তিনি, এমন খবর ছড়িয়েছে ভারতের গণমাধ্যমে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যজনক পোস্ট শেয়ার করার পর থেকেই এই প্রশ্ন ঘুরছে অনুরাগীদের মনে। কেউ কেউ বলছেন, সম্পর্ক ভাঙনের ইঙ্গিত দিয়েছেন গায়িকা নিজেই। মোনালি ঠাকুর ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন যার ক্যাপশনে ছিল শুধু দুটি শব্দ, ‘The Reason’। যদিও এটি কোনো স্পষ্ট বার্তা নয়, তবুও নেটিজেনদের একাংশ মনে করছে এটি হয়তো তার দাম্পত্যজীবনের টানাপোড়েনেরই প্রকাশ। এই পোস্টের পরই মোনালির ইনস্টাগ্রাম প্রোফাইল ঘেঁটে দেখা যায়, তিনি আর স্বামী মাইক রিচটারকে অনুসরণ করছেন না। ফলে ডিভোর্সের গুঞ্জন আরও জোরালো হয়েছে। এখনো পর্যন্ত মোনালি বা মাইক কেউই...