আংশিক রপ্তানিকারকদের ব্যাংক গ্যারান্টির বিপরীতে সাময়িক শুল্কমুক্ত বন্ড সুবিধা দেবে সরকার। একই সঙ্গে বন্ডসেবা পূর্ণ অটোমেশন সম্পন্ন হতে চলেছে। রপ্তানি আয় বৃদ্ধি এবং রপ্তানি পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনবিআর এবং বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর দ্বিতীয় মাসিক সমন্বয় সভায় এই বিষয়ে অগ্রগতির কথা জানানো হয়। এতে জানানো হয়, রপ্তানি সক্ষমতা বাড়াতে আংশিক রপ্তানিমুখী শিল্পের আমদানি করা কাঁচামাল ও উপকরণের ওপর শুল্ক ও করের সমপরিমাণ অর্থের শতভাগ ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা দেওয়া হবে। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে।...