তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার বিষয়টি জেলা পুলিশ সূত্র নিশ্চিত করেছে। তার স্থলে পদায়ন করা হয়েছে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে। অভিযোগ আছে, মোজাফফর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের তিন প্রার্থীকে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এ ঘটনার পরপর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মোজাফফর। তিনি দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। তার ব্যক্তিগত ফেসবুক আইডি কে বা কারা উদ্দেশ্যে প্রণোদিতভাবে হ্যাক করে একটি রাজনৈতিক পোস্ট করেছে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ওসির ব্যক্তিগত আইডিতে পোস্টের ঘটনা ফেসবুক ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার করা ওই জিডির নোটে ওসি মোজাফফর হোসেন জানান, বিভিন্ন মাধ্যম থেকে পোস্টের স্ক্রিন শর্ট পেয়ে তিনি দেখতে পান তাতে বেগুনি রংয়ের ব্যাক গ্রাউন্ডে ‘শুভ কামনা ২১, ১৭, ০৮,’ লেখা...