ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে পরাজয়কে রাজনৈতিক জীবনের প্রথম পরাজয় হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থী তানভীর বারী হামীম। নির্বাচনের ফলাফল ঘোষণার পর আজ বুধবার তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তানভীর বারী হামীম পোস্টে লিখেছেন, তিনি খুব সাধারণ একজন মানুষ, হাসিখুশি হলেও সংগ্রামী। ছাত্রদল থেকে জিএস পদে প্রার্থী করে তাকে সম্মানিত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ছাত্রদল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তানভীর বারী হামীমের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে তাকে প্রকাশ্যে গ্রহণ করেছিলেন এবং তার প্রতি যে আস্থা রেখেছিলেন, নির্বাচনের ফলে তার প্রতিফলন দেখা যায়নি। এ জন্য তিনি তারেক রহমান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ব্যক্তিগত...