ব্যক্তিগত কক্ষে ডেকে ছাত্রীকে যৌন হয়রানি এবং একাডেমিক দুর্নীতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। অভিযুক্ত ড. প্রভাস কুমার কর্মকার রাবির পরিসংখ্যান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত অভিযুক্ত শিক্ষককে প্রেরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।এতে বলা হয়েছে, তার বিরুদ্ধে উত্থাপিত শিক্ষার্থীকে যৌন হয়রানি এবং একাডেমিক দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিসংখ্যান বিভাগ একটি ‘সত্যানুসন্ধান’ কমিটির মাধ্যমে তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। এ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় একাডেমিক কমিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।আনীত অভিযোগগুলো অধিকতর অনুসন্ধান ও সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে তদন্ত চলাকালীন তাকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক...