মুন্সীগঞ্জের সিরাজদীখানে অস্ত্রের মুখে জিম্মি করে পৃথক দুটি অটোরিকশা গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় ৬টি ব্যাটারিচালিত অটোরিকশা লুটে নিয়েছে ডাকাতদল। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ৭-৮ জনের একটি ডাকাতদল পলাশপুর বাজারের আবুল হোসেন ও আনাউল্লাহর অটোরকিশা গ্যারেজে হানা দেয়। এ সময় গ্যারেজের শ্রমিক শাকিলকে বেঁধে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। পরে প্রথমে আবুল হোসেনের গ্যারেজ থেকে ৩টি ও পরে আনাউল্লাহর গ্যারেজ থেকে আরও তিনটি অটোরিকশা লুটে নিয়ে চম্পট দেয় ডাকাতদলটি। গ্যারেজ মালিক আবুল হোসেন বলেন, প্রতিদিনের জীবিকার ভরসা...