রাজনৈতিক গোষ্ঠীগুলোর ওপর ক্ষুব্ধতা ও পরিকল্পিত বাজেট কাটছাঁটের প্রতিবাদে ফ্রান্সজুড়ে ‘ব্লক এভরিথিং’ প্রতিবাদ পালিত হচ্ছে। বুধবার দেশটির রাজধানী প্যারিসসহ ও অন্য শহরগুলোতে বিক্ষোভরত প্রতিবাদকারীরা রাস্তায় রাস্তায় আবর্জনার বিনগুলোতে আগুন ধরিয়ে যানবাহন চলাচলে বাধা দিয়েছে আর কখনো কখনো পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বলে রয়টার্স জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষোভকারীরা রাস্তায় কোনো প্রতিবন্ধক বসালে তা যতোদ্রুত সম্ভব সরিয়ে নিতে দেশজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিকল্পিত দেশজুড়ে বিক্ষোভ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা চলার মধ্যেই এ প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে। মাত্র দুই দিন আগে পার্লামেন্টের অনাস্থা ভোটে ক্ষমতা হারান প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু। সরকারের ব্যয় কমানো এবং ঋণের বোঝা সামাল দেওয়ার পরিকল্পনার মধ্যেই ক্ষমতা হারাতে হয়...