গতকাল (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে পরাজিত হয়েছেন আবু বাকের মজুমদার। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচন করেছেন। নির্বাচনের পরদিন বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আবু বাকের। সেখানে তিনি লিখেছেন, গণতান্ত্রিক চর্চার স্বার্থে নিজের পরাজয় মেনে নিতে কোনো আপত্তি নেই তার। ডাকসুর ভোটগ্রহণ শেষে আনু্ষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফলে আবু বাকের ভোট পেয়েছেন ২ হাজার ১৩১টি। যেখানে ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এসএম ফরহাদ। এ ক্ষেত্রে ভোট টানার দিক দিয়ে বাকের হয়েছেন চতুর্থ। তবে নির্বাচনে হারলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু ও হল সংসদে যাদের নিজেদের প্রতিনিধি...