গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা কাজে যোগ না দেওয়ায় গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে কর্মচারীরা গণছুটিতে থেকে কাজ করছেন না। পল্লী বিদ্যুৎ কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে— বিদ্যুৎ বিভাগের গঠিত দুটি কমিটির প্রতিবেদন প্রকাশ, চুক্তিভিত্তিক মিটার রিডার, লাইন শ্রমিক ও বিলিং সহকারীদের নিয়মিতকরণ, অন্যায়ভাবে বরখাস্ত কর্মকর্তাদের পুনর্বহাল, জরুরি সেবায় নিয়োজিত লাইন ক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। কালিয়াকৈর জোনাল অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪টি জোনাল অফিসে মোট ২৬৪ কর্মচারীর মধ্যে ২০৬ জন অনুপস্থিত রয়েছেন। এতে বিদ্যুৎ সংক্রান্ত কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন হচ্ছে না। ফুলবাড়িয়া অফিসের ডিজিএম আব্দুল খালেক জানান, তার অফিসে ৩১ জন কর্মচারী ছুটির আবেদন করেছেন। বর্তমানে শুধু একজন ক্যাশিয়ার দায়িত্ব পালন করছেন।মৌচাক অফিসের ডিজিএম রফিকুল আজাদ বলেন, অফিসে...