চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ঘিরে ১০ দফা প্রস্তাব এবং তাদের উদ্বেগের কথা তুলে ধরেছে চবি শাখা ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ৩৬ বছর পর চাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হলেও ৩০ ও ৩১ আগস্টের হামলা এবং প্রশাসনের একপেশী সিদ্ধান্তে শিক্ষার্থীদের মনে শঙ্কা তৈরি হয়েছে। হামলায় আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনা করে তিনি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান। মোহাম্মদ আলী অভিযোগ করেন, প্রশাসন ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনা না করেই গঠনতন্ত্র সংশোধন করেছে। দপ্তরের মতো একটি গুরুত্বপূর্ণ পদ শুধুমাত্র পুরুষদের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নিয়ে ছাত্রশিবিরকে নারী-বিদ্বেষী প্রমাণের অপচেষ্টা...