বলিউডের বহুল আলোচিত চলচ্চিত্র ‘আওয়ারাপন’ (২০০৭)–এর সিক্যুয়েল নিয়ে আসছে ভাট ক্যাম্প। নতুন ছবিতে আবারও ফিরছেন ইমরান হাশমি তার জনপ্রিয় চরিত্র শিবম পান্ডিত হিসেবে। আর এবার নায়িকা হিসেবে থাকছেন দিশা পাটানি। প্রযোজক মুকেশ ভাট এবং পরিচালক নিতিন কাক্কর নিশ্চিত করেছেন, দিশা পাটানি হচ্ছেন ছবির মূল নায়িকা। সূত্র জানায়, দিশা গল্প শোনার পরই আবেগঘন প্লটে মুগ্ধ হয়ে দ্রুত রাজি হন। ২০০৭ সালের মতো এবারও গল্প আবর্তিত হবে গ্যাংস্টার জগতকে ঘিরে, তবে রোমান্স এবং আবেগের মাত্রা থাকবে দ্বিগুণ। নির্মাতাদের ভাষায়, “প্রথম ছবির আবহ অটুট রেখে এবার বড় পরিসরে এগোনো হচ্ছে। দর্শক পাবেন ২ গুণ রোমান্স ও ২ গুণ ইমোশন।” প্রথম ‘আওয়ারাপন’-এর মতো এই সিক্যুয়েলেও সংগীতকে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। নির্মাতারা জানিয়েছেন, ছবিতে নতুন গান থাকবে,...