প্রতিটি জীবনের মূল্য অপরিসীম, তবু বিশ্বে প্রতি বছর হাজার হাজার মানুষ নীরবে আত্মহত্যার পথ বেছে নেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় ৮ লাখ মানুষ আত্মহত্যা করেন। এই ভয়াবহ বাস্তবতা মনে রেখে ১০ সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এ উপলক্ষে জাগো নিউজের কথা হয় প্রমিসেস মেডিকেলের কাউন্সেলিং সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্ট নুজহাত ই রহমানের সঙ্গে। তিনি আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন মামুনূর রহমান হৃদয়। নুজহাত ই রহমান:মানুষ আত্মহত্যার চিন্তায় তখনই পড়ে যখন সে গভীর হতাশা, অসহায়ত্ব বা মানসিক চাপের মধ্যে থাকে। এ ধরনের পরিস্থিতিতে মনে হয় জীবন থেকে আর কোনো আশা নেই। এর পেছনে নানান কারণ থাকতে পারে। যেমন: ডিপ্রেশন, অতিরিক্ত মানসিক চাপ, আর্থিক সমস্যা, পেশাগত চাপ, সম্পর্কের টানাপোড়েন, শৈশবের ট্রমা, লজ্জা...